ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে জাম্প

বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে আকাশে বিশ্ব রেকর্ড গড়ল ‘টিম বাংলাদেশ’

মুনা নিউজ ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২০

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে আকাশে এক অনন্য ও গৌরবময় বিশ্ব রেকর্ড গড়েছেন ৫৪ জন সাহসী প্যারাট্রুপার। জাতীয় পতাকা হাতে নিয়ে ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে তারা এই ইতিহাস সৃষ্টি করেন, যা Guinness World Records-এ অন্তর্ভুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।

এই ঐতিহাসিক জাম্পে অংশ নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সম্বলিত একটি বিশেষ হেলমেট পরে প্যারাসুট জাম্পে অংশ নেন। বিষয়টিকে তিনি একটি গভীর আবেগ ও মানবিক দায়বদ্ধতা থেকে উৎসর্গ করেছেন।

রোববার প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ৫৪ জনের এই দলের একজন হিসেবে আশিক চৌধুরী তার জাম্পটি শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় উৎসর্গ করেছেন। একই সঙ্গে বিজয়ের আনন্দঘন এই মুহূর্তে দেশবাসীর কাছে হাদির আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিজয় দিবসে ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে ‘টিম বাংলাদেশ’-এর এই বিশেষ প্যারাজাম্প ও এয়ার শোর আয়োজন করা হয়। ঐতিহাসিক এই আয়োজন প্রত্যক্ষ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

অনুষ্ঠান উপলক্ষে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সকাল থেকেই আগারগাঁও-সংলগ্ন বিমানবন্দরের প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। কঠোর নিরাপত্তা তল্লাশির মাধ্যমে দর্শকদের প্রবেশ করানো হয়। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা।

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সশস্ত্র বাহিনী জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে বিশেষ ফ্লাই পাস্ট, প্যারাজাম্প ও এ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ব্যান্ড পরিবেশন ও সঙ্গীতানুষ্ঠান।

ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সশস্ত্র বাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্যযন্ত্র পরিবেশন করে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সীমিত আকারে ব্যান্ড প্রদর্শনী ও বিমান বাহিনীর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, নাটোর, বগুড়া, চট্টগ্রাম ও ফৌজদারহাট, কক্সবাজার এবং মাতারবাড়ী এলাকায় এই ফ্লাই পাস্ট আয়োজন করা হয়।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে আয়োজিত এই প্যারাজাম্পে অংশ নেন মোট ৫৪ জন প্যারাট্রুপার—এর মধ্যে ছিলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জন সদস্য। জাতীয় পতাকাসহ একসঙ্গে সর্বোচ্চ সংখ্যক ফ্রি ফল জাম্পের এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও পেশাদারিত্ব তুলে ধরেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেটসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) এবং বরিশালসহ বিভিন্ন বিআইডব্লিউটিসি ঘাটে নৌবাহিনীর জাহাজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি সামরিক জাদুঘরসহ অন্যান্য বাহিনীর জাদুঘরও বিনা টিকিটে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

এই আয়োজন দেশের মানুষের মধ্যে জাতীয় গৌরব ও মুক্তিযুদ্ধের চেতনা আরও উজ্জীবিত করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: