‘সেভেন সিস্টার্স’ নিয়ে হাসনাতের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মুনা নিউজ ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:০০

ফাইল ছবি ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো নিয়ে দেওয়া মন্তব্যকে সরকারের অবস্থান নয় বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার।

বিষয়টি নিয়ে কূটনৈতিক বিভ্রান্তি এড়াতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হাসনাত আবদুল্লাহ সরকারের কোনো অংশ নন। ফলে তাঁর বক্তব্য কোনোভাবেই সরকারের দৃষ্টিভঙ্গি বা নীতিগত অবস্থানকে প্রতিফলিত করে না। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ কখনোই কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা ব্যক্তিকে আশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।

মো. তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কেউ যদি এমন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, সরকার তাকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। এ বিষয়ে সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট ও কঠোর।

তিনি জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পরিচালিত হয়। কোনো ব্যক্তির রাজনৈতিক বক্তব্যের কারণে রাষ্ট্রীয় সম্পর্ক প্রশ্নের মুখে পড়বে না।

উল্লেখ্য, এর আগে এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো নিয়ে মন্তব্য করলে তা নিয়ে দেশজুড়ে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়। সরকারের এই ব্যাখ্যায় স্পষ্ট হলো—ওই বক্তব্য পুরোপুরি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।



আপনার মূল্যবান মতামত দিন: