ফাইল ছবি
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চ।
পোস্টে সংগঠনটি জানায়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোক ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে রাজধানীর বিজয়নগর এলাকায় জুমার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।
ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের অন্যতম পরিচিত মুখ এবং সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে উচ্চকণ্ঠ বক্তা হিসেবে পরিচিত। তার ওপর হামলার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে।
তার মৃত্যুকে কেন্দ্র করে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তার অনুসারী ও বিভিন্ন রাজনৈতিক মহল।
আপনার মূল্যবান মতামত দিন: