খালেদা জিয়ার শোককে জাতি বিনির্মাণে শক্তিতে রূপান্তর করতে চাই: সালাহউদ্দিন আহমদ

মুনা নিউজ ডেস্ক | ১ জানুয়ারী ২০২৬ ২১:০২

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা দলীয় সংকীর্ণতা এড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোককে সত্যিকার অর্থে জাতি বিনির্মাণের শক্তিতে পরিণত করতে চান। তিনি জোর দিয়ে বলেন যে, এই শোকের শক্তিকে শুধুমাত্র নির্বাচনী কাজে ব্যবহারের মতো এত সংকীর্ণ নন তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

খালেদা জিয়ার মনোনয়ন সংক্রান্ত বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, যেহেতু তিনি আর সশরীরে উপস্থিত নেই, তাই তার মনোনয়নপত্র এমনিতেই বাতিল বলে গণ্য হবে। তবে সেখানে বিকল্প প্রার্থীরা রয়েছেন এবং তাদের মনোনয়নপত্র চূড়ান্ত বাছাইয়ের পর যদি টিকে যায়, তবে তারাই দলের প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

নির্বাচন স্থগিত করার কোনো আইনি সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মুহূর্তে নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই। যদি মনোনয়নপত্র বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতো, তবে সেক্ষেত্রে আইনগত জটিলতার কারণে হয়তো স্থগিত করা যেত, কিন্তু এখন সেই পরিস্থিতি অনুপস্থিত।

বিএনপির এই প্রবীণ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মন্তব্য করেন, তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। জাতির বৃহত্তর স্বার্থে তাকে সমস্ত শোক কাটিয়ে কঠিন মনোবল নিয়ে শক্ত থাকতে হবে; এর কোনো বিকল্প নেই। তিনি আরও জানান যে, এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোনো নির্ধারিত কর্মসূচি নেই।



আপনার মূল্যবান মতামত দিন: