ছবি : গ্রাফিক্স
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একই সময়ে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র।
শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে পুলিশি কার্যক্রমের অংশ হিসাবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে গত বছরের ডিসেম্বরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ পরিচালনা করার ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণার পর সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানে প্রতিদিনই বিভিন্ন অপরাধে যুক্তদের গ্রেফতার করেন তারা। উদ্ধার করেন অপরাধীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র। একই সঙ্গে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় অবৈধ মোটরসাইকেল ও গাড়িও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: