সংগৃহীত ছবি
                                    
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও সরবরাহ নিশ্চিত করতে মালয়েশিয়ার এক কোম্পানির সাথে আলোচনা করছে বাংলাদেশ। ১৯ জুলাই, বুধবার সংশ্লিষ্ট খাত সূত্রে এ তথ্য জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এক সূত্রে জানা যায়, বাংলাদেশে বছরে ১ মিলিয়ন মেট্রিক টন এলএনজি সরবরাহ করবে মালয়েশিয়ার ফার্ম পেরিন্টিস আকাল এসডিএন বিএইচডি।
রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনা চলছে। তবে সেটা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চুক্তির মেয়াদ বা সরবরাহ শুরুর তারিখ উল্লেখ করেননি তিনি।
বিদ্যুতের চাহিদা মেটাতে এলএনজি সরবরাহের জন্য কত বছর মেয়াদি চুক্তি সই করছে বাংলাদেশ- এ বিষয়ে জানতে পেরিন্টিস আকাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছিল। তবে মালয়েশিয়ায় সরকারি ছুটির কারণে এতে সাড়া দেননি তারা। এমনকি অনুরোধ সত্ত্বেও কোনো মন্তব্য করেননি।
গত জুনে ওকিউ ট্রেডিং থেকে এলএনজি সরবরাহ পাওয়ার জন্য ১০ বছরের চুক্তি সই করে পেট্রোবাংলা। কোম্পানিটি আগে ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল নামে পরিচিত ছিল।
সেই সাথে কাতারএনার্জির সাথে ১৫ বছরের চুক্তি করে বাংলাদেশ। উভয় চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে সরবরাহ শুরু হবে।
সূত্র : রয়টার্স
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: