রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : সংগৃহীত ছবি
                                    কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ঢাকা থেকে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছেছে। ৬ অক্টোবর, শুক্রবার ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায় ইউরেনিয়ামের দ্বিতীয় চালান। বিষয়টি নিশ্চিত করেন, রূপপুর পারমাণবিকের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে দ্বিতীয় চালানের ইউরেনিয়াম ঢাকায় পৌঁছায়। প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি সড়ক পথে রূপপুরে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশে আরও পাঁচটি চালান আসবে। প্রাথমিক পর্যায়ে মোট সাতটি চালানে আসা জ্বালানি দিয়ে নিরবচ্ছিন্নভাবে ১ বছরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ ইউনিটে বিদ্যুৎ উৎপাদিত হবে।’
শুক্রবার সকাল ১০টার দিকে প্রকল্প এলাকায় গাড়ি বহর প্রবেশ করলে বহনকারী গাড়ি বহরকে স্বাগত জানায় প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ানরা।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: