বাংলাদেশে ফিরেছে আরো ৫২জন
যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে বাংলাদেশে পৌছায় আরো ৫২ জন বাংলাদেশি। আজ বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌছান তারা।
এর আগে বুধবার ১৭৬ বাংলাদেশি পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে ৫২ জন দেশে ফিরেন আজ। রিয়াদের বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, আজকের মধ্যে কাতার এয়ারলাইনসে আরো ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৮ জনের বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে।
সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। এমন প্রেক্ষাপটে গত সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: