ছবি : সংগৃহীত
                                    বাংলাদেশে প্রশ্নবিদ্ধ, বিতর্কিত ও একতরফা নির্বাচন শেষে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে প্রথানমন্ত্রিকে স্বাগত জানান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় ১৪০০ অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: