সংগৃহীত ছবি
                                    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির ক্রামলিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের বরাত দিয়ে নিহত ফিরোজ আলমের প্রতিবেশী প্রবাসী মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে একটি টয়োটা কার ফিরোজ আলমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং নিহত ফিরোজ আলমের লাশ উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই আবদুল করিম বলেন, দেশে থাকতে ফিরোজ আলম কোম্পানীগঞ্জ উপজেলার নূরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দেড় বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে কাজের অনুমতি পাওয়ার পর যাত্রী পরিবহন সেবা উবারে কাজ নেন। ক্রামলিনের আপারডাবিতে বসবাস করতেন তিনি। দেশে তাঁর দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: