প্রতীকী ছবি
                                    গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ জন আরো বেড়েছে। রোগীরা সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয় দিন ডেঙ্গুতে মৃত্যুহীন সময় কাটল।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরে দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত ৯৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪০ ও ঢাকার বাইরে ৬৪১ জন ভর্তি হন। আর ডেঙ্গুতে মারা গেছেন ১৪ জন।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।
গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: