সংগৃহীত ছবি
                                    বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির তৃতীয় কিস্তি মুক্তির অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই কিস্তিতে বাংলাদেশ ১১১.৫ কোটি ডলার পাবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী দুই দিনের মধ্যেই এই অর্থ বাংলাদেশে চলে আসবে।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে আইএমএফ। এরই ধারাবাহিকতায় গত বছর ফেব্রুয়ারিতে প্রথম কিস্তিতে ৪৪.৭৮ কোটি ডলার এবং ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে ৬৮.১ কোটি ডলার ছাড় দেওয়া হয়।
২০২৬ সালের মধ্যে সাত কিস্তিতে এই ঋণ কর্মসূচির আওতায় সম্পূর্ণ অর্থ প্রদান করা হবে।
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: