সংগৃহীত ছবি
                                    
বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের একজন মুখপাত্র ৫ জুলাই সোমবার এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের ওই মুখপাত্র বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি তাতে গভীরভাবে দুঃখিত।’
ব্রিটিশ সরকারের এই মুখপাত্র আরও বলেন, ‘আমি আশা করি, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’
ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে এল যখন শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা-কল্পনা বাড়ছে। ভারত ও বাংলাদেশের কিছু গণমাধ্যম বলছে, শেখ হাসিনা লন্ডনে যেতে পারেন। উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়া দিল্লিতে অবস্থান করছেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: