সংগৃহীত ছবি
                                    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানি প্রধানমন্ত্রীর টুইটের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে আলোকপাত করতে গিয়ে শাহবাজ শরিফের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে শেয়ার করা টুইটে বলা হয়েছে, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকের সাইডলাইনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, ‘এ দুই দেশের মধ্যে অনেক সাধারণ বিষয় ও ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করার সময় উভয় পক্ষই দক্ষিণ এশিয়ায় শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর জন্য তাদের অভিন্ন আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। আলোচনায় উভয় দেশের জনগণের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও জোর আরোপ করা হয়।’
টুইটে শাহবাজ শরিফ ড. ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে লেখেন, ‘আমি বাংলাদেশের নেতাকে তাঁর পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানে সরকারি সফরে যাওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছি।’
এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী ওই দিন বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হয়।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: