ফাইল ছবি
                                    চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত। দীর্ঘ ১৪ মাস ধরে চাল রপ্তানিতে বাঁধা ছিল। অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ রপ্তানি শুল্ক কমিয়েছে দেশটি। শুক্রবার এক নোটিফিকেশনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীরা জানতে পারে।
জানা যায়, আগে চালের রপ্তানি শুল্ক ছিল ২০ শতাংশ। তা থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে ভারত।
চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ রপ্তানি শুল্ক কমানোর খবরে দেশে চাল আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে আমদানিকারকরা। আমদানি শুরু হলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন তারা। এজন্য আমদানি শুল্ক কমানোর কথা বলছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভারত সরকার চাল রপ্তানিতে নিষধাজ্ঞা প্রত্যাহার ও রপ্তানি শুল্ক কমানোর ফলে দেশের বাজারে ব্যাপক হারে চাল আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে চালের দামের বিষয়ে কথা বলছি। তবে আমাদের দেশে চাল আমদানি উন্মুক্ত নেই। সরকারের অনুমোদন নিয়ে চাল আমদানি করতে হয়। আমদানি শুল্ক বেশি থাকায় চাল আমদানি সেভাবে করাও যাচ্ছিল না। চালের আমদানি শুল্ক কমালে ও আমদানি উন্মুক্ত করে দিলে চালের আমদানি শুরু হবে। এতে চালের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।’
প্রসঙ্গত, চালের আভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত বছরের জুলাই মাসে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত সরকার। সেইসঙ্গে চালের ওপর রপ্তানি শুল্ক ২০ ভাগ আরোপ করে রেখেছিল তারা।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: