সংগৃহীত ছবি
                                    বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনগত সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ০১ অক্টোবর, মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল আজ দুদকে আসে। তারা দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
তিনি বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আইনগত সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২৭টির জবাব পেয়েছে তারা।
আক্তার হোসেন বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রতিনিধিদলটির কাছে সহযোগিতা চাওয়া হয়। তারাও সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, বেশি অর্থ পাচার হয়েছে- ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াতে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: