সংগৃহীত ছবি
                                    ক্রীড়া প্রতিযোগিতার আড়ালে চলমান এক মানবপাচার চক্রের খোঁজ পেয়েছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী কুয়ালালামপুরের মালুরিতে পরিচালিত এক অভিযানে এই চক্রের সাথে জড়িত সন্দেহে ২১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে তিনজনকে এই চক্রের মূলহোতা বলে সন্দেহ করা হচ্ছে।
মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটককৃতদের মধ্যে দুইজনের বৈধ ভিসা থাকলেও একজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে।
তিনি আরও জানান, অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮টি বাংলাদেশি পাসপোর্ট, ৯৯০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং একটি সন্দেহজনক ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রণপত্র ও সময়সূচী জব্দ করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মানব পাচারকারী চক্রটি বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যক্তিকে মালয়েশিয়ায় এনে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদ সেজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে অবৈধভাবে দেশে ঢুকাতো।
দাতুক জাকারিয়া শাবান আরও জানান, তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার জন্য ধৃতদের ফিরতি টিকিট কেটে রাখত এবং কুয়ালালামপুরের স্বল্প খরচের হোটেলে কক্ষ ভাড়া নিত।
গত চার মাস ধরে চক্রটি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে জানা গেছে। প্রতি ব্যক্তির কাছ থেকে তারা ২,০০০ থেকে ৫,০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করত।
আটককৃত ২১ জনকে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৬(৩), ১৫(৪) এবং ৫৬(১)(এল) ধারা এবং অভিবাসন বিধি ১৯৬৩-এর ৩৯(বি) বিধির অধীনে লেনগেং অভিবাসন ডিপোতে প্রেরণ করা হয়েছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: