সংগৃহীত ছবি
                                    শেখ হাসিনার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সরকারবিরোধী গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গত দুই দিন আগে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ তার সরকারের বাকি উপদেষ্টারা দেশ ছেড়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে মঙ্গলবার রাতে গুজব উঠে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পরিবর্তন করতে চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেনাপ্রধান সে বিষয়ে জেনে যাওয়ায় রাষ্ট্রীয় ভবন যমুনায় ড. ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে।
বিক্ষুব্ধ আর্মি অফিসাররা ইউনূসকে ঘিরে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ইউনূসের সময় ঘনিয়ে এসছে। তাকে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ।
প্রবাসী আইনজীবী মুফাসসিল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস এবং ভিডিও বার্তার এ ধরনের পোস্ট দিলে তা খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই গুজব নিয়ে এবার হাস্যরস পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’
মুহূর্তেই ভাইরাল হয় আসিফ মাহমুদের এই স্ট্যাটাস। কমেন্ট বক্সে সরকারবিরোধী গুজব নিয়ে কথা বলেন অনেকে।
এদিকে গুজবের বিষয়ে আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান মঙ্গলবার মধ্যরাতে তার ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্ট দেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: