সংগৃহীত ছবি
                                    খুব শিগগিরই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ২৯ অক্টোবর, মঙ্গলবার সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে ঢাকার একটি হোটেলে বৈঠক শেষে তিনি একথা জানান।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অফিস চালু হলে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রগুলো তারা সরাসরি তদন্ত করতে পারবেন। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থাকা মানে মানবাধিকারের জায়গা থেকে বড় শক্তি বাড়লো।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো কি এবং কীভাবে তারা পাশে দাঁড়াতে পারে সে বিষয়ে ভলকার তুর্কের সঙ্গে আলোচনা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস থাকা মানে এই নয় যে, এখানে মানবাধিকার অবস্থা খারাপ হয়েছে। বরং সহায়তামূলক অবস্থান থেকে তারা এসেছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: