ছবি : সংগৃহীত
                                    কক্সবাজার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই পিছনের ল্যান্ডিং গিয়ার হারিয়ে যাওয়ার পর ৭১ জন যাত্রী নিয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) নিরাপদে জরুরি অবতরণ করেছে।
ড্যাশ ৮-৪০০ টার্বোপ্রপ বিমান দ্বারা পরিচালিত ফ্লাইট ইএ ৪৩৬, দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই পাইলট একটি কারিগরি ত্রুটি লক্ষ্য করেন এবং ঢাকা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান যে, পিছনের ল্যান্ডিং গিয়ার থেকে একটি চাকা বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির জানান ‘বিমানটি দুপুর ২ টা ১৭ মিনিটে এইচএসআইএ -তে নিরাপদে অবতরণ করে। ৭১ জন যাত্রীর সকলেই কোনও আঘাত ছাড়াই নিরাপদে অবতরণ করেছেন।’
পাইলটের জরুরি সতর্কতার পর, এইচএসআইএ কর্তৃপক্ষ নিরাপদ অবতরণ নিশ্চিত করার জন্য অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা মোতায়েনসহ স্ট্যান্ডার্ড জরুরি প্রোটোকল শুরু করে। বিমানের কারিগরি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ড্যাশ ৮-৪০০ বিমানটি একটি পিছনের চাকা অনুপস্থিত থাকা সত্ত্বেও নিরাপদে অবতরণ করার জন্য তৈরি।
কবির বলেন, বিমানের প্রকৌশলী দল কারিগরি ত্রুটির কারণ নির্ধারণের জন্য বিমানটি পরিদর্শন করছেন। তিনি বলেন, ‘আমাদের প্রকৌশলীরা সমস্যার মূল কারণ খুঁজতে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছেন।’
বিমানের কর্মকর্তারা বিমান ক্রুদের পেশাদারিত্ব এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য তাদের প্রশংসা করেছেন, যা বিমানে থাকা সমস্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (সিএএবি) ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আরও তদন্ত আশা করা হচ্ছে।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: