বিএনপির দাবি: বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ ও নির্বাচনী রোডম্যাপ

মুনা নিউজ ডেস্ক | ২৪ মে ২০২৫ ২২:৩৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনজন উপদেষ্টার পদত্যাগ দ্রুত জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে, তাই তাদের অপসারণ জরুরি।

তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। এতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।

স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণতন্ত্রে উত্তরণের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলে আসছে। নির্বাচন বিলম্ব হলে স্বৈরতন্ত্র পুনরায় ফিরে আসবে, এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

বৈঠকে উপস্থিত বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সংস্কার, বিচার নির্বাচনএই তিনটি ইস্যুতে আলোচনা হয়েছে এবং সংস্কার নিয়ে একমত হওয়া গেছে। শিগগিরই কার্যকর পদক্ষেপ আশা করছি।

বিএনপি জানিয়েছে, তারা সরকারের সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়েই এগোচ্ছে। তবে আজকের বৈঠকে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপের আশ্বাস পাওয়া যায়নি। দলটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষায় রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: