ফাইল ছবি
                                    বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন যে সময়ে বলা হয়েছে ঠিক সে সময় হবে। আপনারা দেখবেন একটি সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট একটা নির্বাচন হবে। আমরা আবারও বলি নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। 
তিনি বলেন, নির্বাচন ভালো হবে, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটি ঠিক করা হবে। লেবেল প্লেয়িং ফিল্ড থাকবে সবার জন্য। কোন ক্যান্ডিডেট বলতে পারবেন না তার প্রতি কোন অন্যায় করা হচ্ছে। নির্বাচনের পরিবেশ পাচ্ছেন না। আমরা পরিবেশ নিশ্চিত করব। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। বলছি তো নির্বাচন পিছানোর কোন শঙ্কা নেই। নির্বাচন হবে খুব ভালোভাবেই হবে।
শনিবার কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান প্রেস সচিব। 
পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কথা হচ্ছে। বুঝতে হবে যে কথা কিন্তু সবাই বলছে। কেউ কিন্তু কথা থেকে বয়কট করছে না। সবাই কিন্তু ভালো পরিবেশে আন্তরিকভাবে প্রতিদিন কথা বলছেন। অন্যান্য অনেক দেশে এই সমস্ত কথা দুই তিন চার বছর লেগে যায়। সেখানে আমাদের পার্টিগুলো যে ধরনের সিনসিয়ারিটি শো করছে- যে কারণে দ্রুত অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো হচ্ছে। আমরা দেখি আটটা বিষয়ে ইতোমধ্যেই ঐক্যমতে এসেছে। সাতটি বিষয়ে কথাবার্তা হচ্ছে। তিনটি বিষয়ে এখনো কথাবার্তা হয়নি। কিন্তু আমরা মনে করি, খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে। এর পরেই আমরা আশা করব জুলাই সনদে সবাই স্বাক্ষর করবেন। এরপর আমরা নির্বাচনের পরিবেশ করবো। 
এ সময় তিনি বলেন, দেখবেন বৃষ্টির সময় শেষ হলেই বাংলাদেশের আনাচে-কানাচে নির্বাচনের হাওয়া বইছে। আমি বলব অনেক বছর বাংলাদেশের ইয়ং ছেলেরা ভোট দিতে পারেন নাই। আমি বলব এবারের ইয়ং ছেলেরা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহী থাকবে। 
গোপালগঞ্জকে ভাগ করে দেয়ার প্রশ্নে শফিকুল আলম বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। এখানকার মানুষকে নিয়ে বৈষম্য করার কোন চিন্তা সরকারের নেই। 
‘The Next Wave’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয়বারের মত আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, জুবায়ের কাওলিন, রেদওয়ান রনি, ডেলএইচ খান, আসিফ আকবর ও ফারাবি হাফিজসহ অন্যান্যরা।
                                    
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: