ঢাকায় বিমান বিধ্বস্ত: চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

মুনা নিউজ ডেস্ক | ২৩ জুলাই ২০২৫ ০৯:২৬

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে এদিন দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার লাশ। এরপর নেওয়া হয় রাজশাহী উপশহর এলাকায় তার ভাড়া বাসায়। সাগরের মেজো চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মৃত্যুর খবর শোনার পর সাগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। দুপুরে সেখানে প্রথম জানাজা শেষে সাগরের লাশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি লাশবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়।

জানা গেছে, তৌকির তার ক্যাডেট জীবনে PT-6 বিমানে প্রথম ১০০ ঘন্টা উড্ডয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৫তম স্কোয়াড্রনে দায়িত্ব পালন করেন, প্রায় ৬০ ঘন্টা উড্ডয়ন করেন এবং ৩৫তম স্কোয়াড্রনে যোগদান করেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাইলট তৌকির এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা নামাজে জানাজা আদায় করেন।



আপনার মূল্যবান মতামত দিন: