ফাইল ছবি
                                    আগামী ১২ আগস্ট থেকে নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের নতুন মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে।
ইতোমধ্যে ১০০০ টাকা, ৫০ টাকা ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে প্রচলন দেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে। ১২ আগস্ট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে অন্যান্য অফিস থেকেও নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নকশার ১০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকা মূল্যমানের নমুনা (স্পেসিমেন) নোটও ছাপানো হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। আগ্রহীরা এসব নোট রাজধানীর মিরপুরে অবস্থিত মুদ্রা জাদুঘর থেকে সংগ্রহ করতে পারবেন।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: