
রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে দশ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং চিকিৎসকদের উপস্থিতিতে তিনি হাসপাতাল থেকে বিদায় নেন।
এর আগে গত ২রা আগস্ট এই হাসপাতালে জামায়াত আমিরের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে রিলিজ উপলক্ষে এক সংবাদ ব্রিফিং এ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন।
তিনি বলেন, তিন সপ্তাহ বাসায় বিশ্রামের পর ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। ডাক্তার তাহের আমিরের জন্য যারা দোয়া করেছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।
আপনার মূল্যবান মতামত দিন: