ছবি : সংগৃহীত
                                    ঢাকা সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এশিয়ার পাঁচটি দেশে সফরের অংশ হিসেবে তার বাংলাদেশ সফরের কথা ছিলো। কূটনৈতিক সূত্র বলছে- ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে আপাতত তিনি এশিয়ার দেশগুলো সফর থেকে বিরত থাকছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ শে আগস্ট দুই দিনের সফরে তার ঢাকা আসার কথা ছিল। এ সফরে মেলোনি তার মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন বলেও জানানো হয়েছিলো। গুরুত্বপূর্ণ সফরটি বাস্তবায়নে ঢাকার পূর্ণ প্রস্তুতি ছিলো। ৩১শে আগস্ট দিনভর প্রধান উপদেষ্টা তার শিডিউল বুক রেখেছিলেন। সফরের এসব প্রস্তুতিই বাতিল করা হয়েছে।
মেলোনির সফর বিষয়ে ঢাকার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংলাদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল।
স্মরণ করা যায়, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতালি। সেই আলোচনার জন্য হঠাৎ ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: