জামায়াত এখন জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয়: তাহের

মুনা নিউজ ডেস্ক | ৭ নভেম্বর ২০২৫ ১৮:০৮

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তৃতা করছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াতে ইসলামী এখন জনপ্রিয় দল বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, ‘শেখ মুজিবুর রহমান ভাষণে ভালো হলেও শাসনে ভালো ছিলেন না। তাদের লোকজন শুধু লুটপাট করেছে।’

তিনি দেশের জনগণের দীর্ঘ ৫৪ বছরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময়ে জনগণ অনেককে দেখেছে, কিন্তু দুর্নীতি থেকে মুক্তি মেলেনি।

ডা. তাহের বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নেই। সেখানে সন্দেহ আছে।’

তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন কেন যেন তা চাইছেন না। তিনি বিএনপি নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা বুঝতে চান না, মানুষ পরিবর্তন চায়।’

নায়েবে আমির দৃঢ়তার সঙ্গে দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতো জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী। তিনি বলেন, ‘জনগণ চাঁদাবাজদের ভোট দিতে চায় না। এখনকার নয়, জিয়াউর রহমানের বিএনপির মতোই জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী।’

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জুলাই অভ্যুত্থান এবং সাংবিধানিক সংস্কার নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা ছিল না, ছিল সাধারণ মানুষ।’ রফিকুল ইসলাম স্পষ্ট দাবি করেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোট হতে হবে, এবং এর পরেই মধ্য-ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা উচিত।

ডা. তাহের এই দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘গণভোট আগে হলে ৮০ শতাংশ ভোট বলে দেবে জনগণ সংস্কার চায়।’ তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক করে বলেন, ‘জনগণ যেটা চায় না, সেটা চেষ্টা করলে তো জনগণের ভেতরে হতাশা তৈরি হবে। আমরা চাই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক।’



আপনার মূল্যবান মতামত দিন: