ছবি : ফেসবুক থেকে সংগৃহীত
ইউএস কাউন্সিল অফ মুসলিম অর্গানাইজেশন – ইউএসসিএম ‘র উদ্যোগে গত ১৪ ডিসেম্বর শিকাগোর মেরিওট সাউথওয়েস্ট বার ব্রিজে ফান্ড রেইসিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের মূল পরিচয় আমরা মুসলিম এবং আমরা রাসূল মুহাম্মদ (সা.)-এর উম্মত। তাই মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকা আল্লাহর স্পষ্ট নির্দেশ এবং এই ঐক্যই মুসলিম সমাজকে শক্তিশালী করবে।
ড. রুহুল আমিন আরও বলেন, বর্তমান সময়ে মুসলিমদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি উত্তর আমেরিকায় মুসলিমদের অধিকার, মর্যাদা ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে তিনি মুসলিমদের ঐক্য বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য ইউএসসিএমও’র ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: