মুনা ইয়্যুথের উদ্যোগে ইস্ট জোন এডুকেশন সেশন ২০২৫ অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৫

ছবি : মুনা ইয়্যুথ ইস্ট জোন এডুকেশন সেশন ২০২৫ ছবি : মুনা ইয়্যুথ ইস্ট জোন এডুকেশন সেশন ২০২৫

গত ২০ ডিসেম্বর (শনিবার) নিউ জার্সির মসজিদ ইউনুসে সফলভাবে মুনা ইয়্যুথ ইস্ট জোনের এডুকেশন সেশন অনুষ্ঠিত হয়েছে। এ শিক্ষামূলক আয়োজনে নিউ জার্সি, ডেলাওয়ার, কানেকটিকাট ও পেনসিলভানিয়া থেকে আগত ৭০ জনেরও বেশি ইয়্যুথ ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

ছবি : এডুকেশন সেশনের একাংশ

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল ইয়্যুথদের মাঝে দ্বীনি শিক্ষা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা। এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উস্তাদ আবু সামিহা সিরাজুল ইসলাম, ইমাম শায়খ ওসামাহ সালহিয়া এবং মুনা ইয়্যুথের ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট ইয়্যুথ ডিরেক্টর মশিউর রহমান। 

ছবি : ইয়্যুথদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উস্তাদ আবু সামিহা সিরাজুল ইসলাম

শিক্ষামূলক সেশনগুলোর পাশাপাশি অনুষ্ঠানে ছিল বিভিন্ন ইন্টার‌্যাকটিভ গেমস, দলীয় কার্যক্রম এবং খাবারের আয়োজন। অংশগ্রহণকারীরা জানান, শিক্ষা, বিনোদন ও সামাজিক বন্ধনের সমন্বয়ে আয়োজিত এ সেশনটি ছিল তাদের জন্য এক স্মরণীয় ও ফলপ্রসূ অভিজ্ঞতা।

ছবি : আলোচনা শেষে ইয়্যুথ ও সদস্যবৃন্দদের জন্য খাবারের আয়োজন করা হয়

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: