মিশিগানে আইসিডব্লিউ কমিউনিটি নাইট অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫

ছবি : প্রধান অতিথি আল কোরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান ড. রুহুল আমিনের বক্তব্য ছবি : প্রধান অতিথি আল কোরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান ড. রুহুল আমিনের বক্তব্য

গত ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) মিশিগানের ইসলামিক সেন্টার অব ওয়ারেন মসজিদ আল ফাতহ-এর উদ্যোগে আইসিডব্লিউ (ICW) কমিউনিটি নাইট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আল কোরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান ড. রুহুল আমিন। এর আগে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাসিত উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। পরে ফান্ড রাইজিং ডিরেক্টর সাহেদুল ইসলাম মসজিদের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবাইকে আর্থিক সহযোগিতার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ড. রুহুল আমিন জান্নাতমুখী জীবন গঠনের জন্য চরিত্র গঠন, নৈতিক গুণাবলি অর্জন এবং রাসূল (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি : অনুষ্ঠানে রেঁনেসা কালচারাল গ্রুপ অফ মিশিগানের বিশেষ আয়োজন

কমিউনিটি নাইট প্রোগ্রামে রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগান পরিবেশিত হামদ, নাতে রাসুল ও নাশিদ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

সোর্স : ফেসবুক

 



আপনার মূল্যবান মতামত দিন: