মুনা সেন্টারসমূহের দায়িত্বশীলদের নিয়ে কেন্দ্রীয় শিক্ষাবৈঠক
গেল ৫ই ফেব্রুয়ারি মুনা ন্যাশনাল সংগঠনের উদ্যোগে মুনা সেন্টারসমূহের দায়িত্বশীলগণকে নিয়ে কেন্দ্রীয় ভাবে এক ভার্চুয়াল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।মুনা সেন্টার বিষয়ক ডিরেক্টর ওয়ালীউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষাবৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশীদ ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরমান চৌধুরী সিপিএ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার হোসাইন, ন্যাশনাল বায়তুলমাল ডিরেক্টর জনাব নেসার উদ্দীন সিপিএ।
দুপুর ১২টা থেকে প্যানেল ডিস্কাশনের মূল আলোচক ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী। মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন আর রশিদ Centers & Project: MUNA National Perspective (Mission and Vision) বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সাধারণ প্রশ্নোত্তর পর্বে তিনি সবার প্রশ্নের উত্তর দেন।
আপনার মূল্যবান মতামত দিন: