মুনা ইউথ ইস্ট জোনের উদ্যোগে এডুকেশনাল সেশনের ফ্লাইয়ার
                                    
’মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা’ – মুনা ইউথ ইস্ট জোনের উদ্যোগে ২০২৪ সালের প্রথম এডুকেশনাল সেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ই ফেব্রুয়ারি, ৩০১ কমনওয়েলথের অ্যাভ ক্লেমন্টের মুনা সেন্টার অফ ডেলাওয়ারে এই এডুকেশন সেশন অনুষ্ঠিত হবে।
এডুকেশন সেশনে ব্রেকফাস্ট, লাঞ্চ, এবং স্ন্যাকসের আয়োজন করা হয়েছে। মুনার সকল সাবচ্যাপ্টারের সদস্যদের এই এডুকেশন সেশনে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
এডুকেশন সেশনে যোগ দেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে দেয়া লিঙ্কে রেজিস্ট্রেশনের আহবান জানানো হয়েছে।
https://forms.gle/aVggHmFQ9TJj9hd87
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                                    
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: