মুনা ন্যাশনাল দাওয়াহ বিভাগের মাসিক টেলি তাফসীরুল কুরআন হালাকাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে
                                    
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা’ –মুনা ন্যাশনাল দাওয়াহ বিভাগের মাসিক টেলি তাফসীরুল কুরআন হালাকাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় এবং বাংলাদেশের স্থানীয় সময় রাত ১০টায় মাসিক টেলি তাফসীরুল কুরআন প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
মাসিক টেলি তাফসীরুল কুরআনে যুক্তরাজ্য থেকে সরাসরি অংশগ্রহণ করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার এবং মোটিভেশনাল স্পিকার অধ্যাপক মফিজুর রহমান।

টেলি তাফসীরুল প্রোগ্রামটি মুনা দাওয়াহ ফেইজবুক গ্রুপ এবং মুনা টিভি ইউএস এর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
মাসিক টেলি তাফসীরুল কুরআন হালাকাহ-য় যোগ দেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে দেয়া 1(917)444-9950 এবং 1(213)660-2959 নাম্বারে ডায়াল করে সরাসরি অংশগ্রহনের আহবান জানানো হয়েছে।
রুহুল আমিন
মুনা দাওয়াহ 
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: