বিআইসি মসজিদ কমিটির সভায় আগত সদস্যদের একাংশ
                                    আসন্ন পবিত্র রমজান মাসে যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে ব্রুকলিন ইসলামিক সেন্টার - বিআইসি মসজিদ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ৭১৫, চার্চ অ্যাভিনিউ মসজিদে এই কমিটি সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কমিটি সভা শুরু করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসির চৌধুরী।
কমিটি সভায় সভাপতিত্ব করেন সাইফুল আলম এবং পরিচালনা করেন মাহবুবুর রহমান।
সভায় বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন সাফায়াত হোসেন সাফা, হাসান সরোয়ার্দী দুলাল, সাইফুল আলম আজম, মুজিবুর রহমান রিপন, হাজী আবুল কাশেম ও ফখরুল ইসলাম।

পবিত্র রমজান মাসকে সুন্দর এবং সুষ্ঠভাবে পরিচালনার জন্য কয়েকটি কমিটি গঠিত হয় এবং বিভিন্ন ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত।
রমজানে মহিলাদের জন্য ৭১৫, চার্চ অ্যাভিনিউ মসজিদে ইফতার ও তারাবির নামাজের আয়োজন করার সিদ্বান্ত নেয়া হয় সভায়।
শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: