মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে জুমার নামাজে আগতদের একাংশ
                                    মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ শুক্রবার স্থানীয় নেতৃবৃন্দ এবং মুসল্লিদের নিয়ে মুনা সেন্টার অফ আপার ডার্বি মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। 
জুমার নামাজে খুতবা প্রদান করেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন-অর-রশীদ।

মসজিদ উদ্বোধনে সাহায্য প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পেনসিলভেনিয়া সাউথ চ্যাপ্টার।
আকবর উদ্দীন
মুনা ইস্ট জোন 
কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট
                                    এই বিভাগের অন্যান্য খবর
                                                                        
                                                                                    
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                                
                                                                                                                        
                                                                    
                            
            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: