’মুনা কনভেনশন ২০২৪’ এর তারিখ ঘোষণা

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৪ ১২:২৪

’মুনা কনভেনশন ২০২৪’ এর পোস্টার ’মুনা কনভেনশন ২০২৪’ এর পোস্টার


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা কনভেনশন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ’ইসলাম, পিস এন্ড জাস্টিস ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে এবারের কনভেনশনটির আয়োজন করা হচ্ছে।

আগামী ৯, ১০ ও ১১ আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এই কনভেনশন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা জানান এবারের কনভেনশনে ৩০ জনের মতো আন্তর্জাতিক ইসলামি স্কলারদের বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি ডেলিগেটস এই কনভেনশনে যোগ দিতে পারবেন বলে জানিয়েছে আয়োজকরা।

আয়োজকরা আরো জানান, এবারের কনভেনশনে ইয়ুথদের জন্য আলাদা কনফারেন্স, প্যারালাল সেশন, ইয়াং সিস্টারস সেশন, হেলথ ক্লিনিক, হালাল ফুড কর্ণার, চিলড্রেন লার্ন এন্ড ফান প্রোগ্রাম এবং বাজার এন্ড এক্সপোর বিশেষ ব্যবস্থা করা হবে।

আগামী ৩১ মে এর মধ্যে ‘মুনা কনভেনশন ২০২৪’ এর রেজিস্ট্রেশনে থাকছে ২৫% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা।

বিস্তারিত জানতে www.munaconvention.com ভিজিট করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

 



আপনার মূল্যবান মতামত দিন: