মুনা সিটিলাইন চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী উদযাপন

মুনা সাংগঠনিক ডেস্ক | ৮ এপ্রিল ২০২৫ ২২:৩৪

মুনা সিটিলাইন চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী। ছবি : মুনা মুনা সিটিলাইন চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা সিটিলাইন চ্যাপ্টারের আয়োজনে ৮ এপ্রিল, সোমবার বাদ মাগরিব মুনা সেন্টার অফ নিউইয়র্কে উদযাপিত হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। সিটিলাইন চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা রুহুল আম্বিয়া সুমনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিটিলাইন চ‍্যাপ্টারের সেক্রেটারি আকরামুল হক এর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন “মুনা” সেন্টার অফ নিউইয়র্ক এর ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন।

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট এবং বায়তুল মামুর মসজিদের খতিব ইমাম দেলোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, "ঈদ পরবর্তী কর্তব্য হলো রমজানের শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তা না হলে আল্লাহ তাঁর নেয়ামত থেকে আমাদের বঞ্চিত করতে পারেন।" কারণ আল্লাহ সুবহানাহু তায়ালা নিজেই বলেছেন, "যদি আমরা শুকরি না করি, তাহলে আমাদের জীবনে অশান্তি বাড়বে।"

প্রধান অতিথি ফিলিস্তিনের উপর চলমান বর্বরতার বিষয়ে প্রতিবাদ করে বলেন, "আমাদের অনৈক্যের কারণে আজ ফিলিস্তিনে মুসলমানরা অত্যাচারের শিকার হচ্ছে। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, জান-মাল দিয়ে তাদের সহায়তা করতে হবে।"

সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ

তিনি আরও বলেন, "মনে রাখতে হবে, আল্লাহ আমাদের জান-মাল দিয়ে পরীক্ষা করছেন, এবং আমাদের দায়িত্ব হলো অন্যদের সাহায্য করা।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা নিউইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ। আনন্দঘন এই ঈদ পূণর্মিলনীতে মুনার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চ‍্যাপ্টার কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং বৃহত্তর মুসলিম কমিউনিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: