এসোসিয়েট মেম্বারদের এডুকেশন ক্যাম্প সম্পন্ন করলো মুনা নর্থ জোন

মুনা সাংগঠনিক ডেস্ক | ৬ মে ২০২৫ ১১:৩৬

এডুকেশন ক্যাম্পের আলোচক ও অতিথিবৃন্দ। ছবি : মুনা এডুকেশন ক্যাম্পের আলোচক ও অতিথিবৃন্দ। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের আয়োজনে সম্পন্ন হলো এসোসিয়েট মেম্বারদের এডুকেশন ক্যাম্প। গত ২৬-২৭ এপ্রিল মিশিগানের ওয়ারেন সিটিতে উক্ত দুইদিন ব্যাপি এডুকেশন ক্যাম্পটি আয়োজন করা হয়।

নর্থ জোন প্রেসিডেন্ট নেছার উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পটি পরিচালনা করেন জোন সেক্রেটারি আনোয়ার হোসেনে।

এডুকেশন ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম মোস্তফা আতাতুর্ক।

অংশগ্রহণকারী এসোসিয়েট মেম্বারবৃন্দ

প্রধান অতিথি তার বক্তব্যে নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের উপর গুরুত্ব দেন।

দু'দিনব্যাপী এই আয়োজনে ইসলামের ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের উপর বিষয়ভিত্তিক আলোচনা রাখেন মুনার প্রজেক্ট ডিরেক্টর অলিউর রহমান, পাবলিকেশন্স ডিরেক্টর খায়রুল হাসান রফিক, নর্থ জোন দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

 

শাহেদুল ইসলাম
বার্তা প্রেরক



আপনার মূল্যবান মতামত দিন: