
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা।
এক শোক বার্তায় মুনা'র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ বলেন, "ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন আইনি ও ইসলামী অঙ্গনের একজন উচ্চস্তরের ব্যক্তিত্ব। ন্যায়বিচারের প্রতি তাঁর একনিষ্ট অঙ্গীকার এবং গবেষণামূলক কার্যক্রম ইসলামী আন্দোলন ও সংগঠনকে সমৃদ্ধ করেছে। তাঁর ইন্তেকালে আমাদের মাঝে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে। তাঁর রেখে যাওয়া আদর্শ ও কর্ম আমাদের জন্য এক অনূকরণীয় পথ-নির্দেশিকা হয়ে থাকবে। মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আমাদের প্রার্থনা তিনি মরহুমকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করবেন এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের এই শোক সহ্য করার শক্তি দান করবেন।"
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা পরিবারের পক্ষ থকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এই শোক বার্তা পৌঁছে দেন মুনা'র ন্যাশনাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর আনিসুর রহমান গাজী।
তিনি বলেন, '' মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন ন্যায়বিচার ও ইসলামী আদর্শের এক অবিচল প্রবক্তা। তিনি একইসাথে বাংলাদেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজ্ঞ এবং যুক্তরাজ্যে একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার হিসেবে যে অসাধারণ অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।''
''মানবাধিকার, ইসলামী রাজনীতি ও ন্যায়বিচার বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য এবং দৃঢ় অবস্থান তাঁকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তরুণ আইনজীবী ও ইসলামী চিন্তাবিদদের জন্য তিনি ছিলেন এক অনুপ্রেরণা ও দিকনির্দেশক। তাঁর অবিরাম কর্মস্পৃহা আমাদের আগামী প্রজন্মকে ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহী করে তুলেছে।''
তিনি বলেন, ''মুনা পরিবার মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আল্লাহ্ তা'আলা তাঁকে কবুল করুন, তাঁর ভুল- ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করুন! আমিন!''
উল্লেখ্য, প্রতিথযশা আইনজীবী, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত ৪ মে ২০২৫, বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধানমন্ডির তাক্ওয়া মসজিদ, সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তিন দফা নামাজে জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: