মুসলিম ‍উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৪ মে ২০২৫ ২৩:৩৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি
মুসলিম ‍উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ন্যাশনাল লিডারশিপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১৫-১৮ মে ডেলওয়ার অঙ্গরাজ্যের হোটেল রামাডা’য় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। 
 
প্রথমদিন ১৫ তারিখ, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় রেজিস্ট্রেশন এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন উস্তাদ খলিল উর রহমান চিশতি। এইদিন ইশার মাধ্যমে উদ্ধোধনী সেশন শেষ হয়।
 
দ্বিতীয় দিন ১৫ মে, উস্তাদ খলিল উর রহমান চিশতি দারসুল কুরআন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় দিনের প্রধান সেশনে নর্থ আমেরিকায় ইসলাম প্র্যাকটিসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. সাঈদুর রহমান চৌধুরী। জুমার নামাজের পর দ্বীনের উপর বিশেষ আলোচনা করেন উস্তাদ খলিল উর রহমান চিশতি। পারিবারিক জীবনে ইসলামী আন্দোলনের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আব্দুল্লাহ্ আল আরিফ।
 
তৃতীয় দিন ১৭ মে, সকালের সেশনে কুরআন পাঠের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. রুহুলআমিন। বিকেলের সেশনে তাযকিয়াতুন নফ্স এর উপরে আলোচনা করেন সাবেক মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট আবু সামিহা সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল বাশার ফয়জুল্লাহ্। এদিন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট উপস্থিত ডেলিগেট সবার সাথে মতবিনিময় করেন।
 
শেষদিন অর্থ্যাৎ ১৮ মে, প্রধান সেশনে ইসলামি নেতৃত্বের ত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। সবশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ৪ দিনের লিডারশিপ ক্যাম্পটি শেষ হয়। লিডারশিপ ক্যাম্পের প্রতিরাতেই কিয়ামুল রাইল আদায় করেন অংশগ্রহণকারী ডেলিগেটসবৃন্দ।
 
ন্যাশনাল লিডারশিপ ক্যাম্পে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল ও অঞ্চলভিত্তিক নেতৃবৃন্দ।


আপনার মূল্যবান মতামত দিন: