উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের পিকনিক

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৯ জুলাই ২০২৫ ১৮:৪২

পিকনিকে উপস্থিত অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ। ছবি : মুনা পিকনিকে উপস্থিত অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের আয়োজনে ভ্যান সন পার্কে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও উৎসবমুখর কমিউনিটি পিকনিক। ২৬ জুলাই শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই পিকনিকে নিউ জার্সির বিভিন্ন শহর থেকে পাঁচ শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল সম্প্রীতি, বিনোদন ও আনন্দঘন পরিবেশ।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর, যুবক ও বয়স্কদের জন্য ছিল নানা ধরনের খেলা ও প্রতিযোগিতা। সবচেয়ে বিশেষ দিক ছিল সিস্টারস জোন, যেখানে নারীদের জন্য আলাদা সাংস্কৃতিক আয়োজন, প্রতিযোগিতা, বিনোদন ও খাবারের ব্যবস্থা ছিল। এতে নারীরা স্বাচ্ছন্দ্য ও আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেন।

পিকনিক স্পটে একসাথে সালাত আদায়

অত্যন্ত সফলভাবে সম্পন্ন এই আয়োজনে স্থানীয় শহর ও কাউন্টির কর্মকর্তারা উপস্থিত হয়ে কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট ব্রাদার ফারুক আহমেদ এবং মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ইমাম আব্দুল মান্নান।

পুরো আয়োজনটির ব্যবস্থাপনায় ছিলেন নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের সেক্রেটারি ইমাম হাফিজ আব্দুশ শাকিল। আরও অনেক সম্মানিত স্থানীয় নেতা ও কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিতি পিকনিকের সৌন্দর্য ও সফলতা বৃদ্ধি করে।

ছিলো মজাদার খাবার ও খেলাধুলার আয়োজন

অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে উক্ত পিকনিক আয়োজন করতে পারায় চ্যাপ্টার দায়িত্বশীলগণ মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করেন এবং সহায়তাকারী উদ্যোমী স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট অতিথি, বক্তা, কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সকলের দোয়া কামনা করেন।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: