
‘টচবিয়ারার্স অফ ইসলাম, স্প্রেডিং দ্যা ফেইথ গ্লোবালী’ শ্লোগানে এবার আয়োজিত হচ্ছে মুনা কনভেনশন ২০২৫। নর্থ-আমেরিকায় মুসলমানদের এই সর্ববৃহৎ তিন দিনব্যাপী কনভেনশন আগামী ৮, ৯ ও ১০ আগস্ট পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
আশা করা হচ্ছে ২০ হাজারের অধিক ধর্মপ্রাণ শিশু-কিশোর-কিশোরী, নারী ও পুরুষ এই কনভেনশনে অংশ নেবেন। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে কনভেনশনের সকল প্রস্তুতি। এসব তথ্য জানিয়েছেন মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ও কনভেনশন কমিটির চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ।
মুনা সূত্রে জানা গেছে, মূলত: ৮ আগস্ট শুক্রবার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে সালাতুল জুম'আ আদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কনভেশন শুরু হবে। পরবর্তীতে ১০ আগস্ট রোববার বিকেল ৫টায় সমাপ্তি ঘটবে কনভেনশনের। মাঝে শনিবার সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে রাত এগারোটা পর্যন্ত।
কনভেনশনের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে থাকবে একাধিক সেমিনার, শিশুদের বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি। কনভেনশনে যোগ দিতে আগ্রহীদের জন্য চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। কনভেনশনকালে স্থানীয় হোটেলে অবস্থানের জন্য থাকছে বিশেষ ছাড়।
আসছেন আন্তর্জাতিক বক্তারাও
কনভেনশনে আমন্ত্রিত খ্যাতিমান ইসলামিক স্কলারদের মধ্যে থাকবেন ড. ওমর সুলেইমান, ইমাম দেলোয়ার হোসাইন, সামী হামদী, মোহাম্মদ ইলসেনওয়ে, ড. আলতাফ হোসাইন, ইমাম টম ফ্যাকইন, হামজাহ আব্দুল মালিক, ইমাম সিরাজ ওহাজ, আসিফ হাইরানী, আব্দুল নাসির জাংদা প্রমুখ। এছাড়া নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, বাংলাদেশ, যুক্তরাজ্য ও আফ্রিকার বিশিষ্ট ইসলামিক স্কলারগণ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কনভেনশনে।
আরমান চৌধুরী আরও জানান, কনভেনশনে শিশু-কিশোর, ইয়ুথ ও নারীদের জন্য আলাদা অনুষ্ঠান থাকবে। নতুন প্রজন্মের তরুণদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে রোবটিক্স এআই এর মত ব্যতিক্রমী আয়োজন। এছাড়া ইয়ং সিস্টার ও অ্যাডাল্ট ভাই-বোনদের জন্য থাকবে বিভিন্ন অনুষ্ঠান।
বিশেষ করে রোববার দিন ‘মেট্রোমোনিয়ল ডে’তে তরুণ ছেলে-মেয়েদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন তাদের ‘ম্যাচ মেকিং’ এর জন্য থাকবে কিছু স্পেশাল পর্ব। কলেজ লেভেলে অধ্যয়নরত বা বিভিন্ন চাকরিতে যুক্ত বিবাহযোগ্য ছেলে-মেয়েদের এই পর্বে যোগ দেয়ার সুযোগ থাকবে।
মুনা সম্পর্কে
উল্লেখ্য, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) একটি অলাভজনক দাওয়াহ ভিত্তিক সমাজ সেবামূলক জাতীয় সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে প্রধান নগরী নিউ ইয়র্কে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। মুনা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মানুষের জীবনের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক মানোন্নয়নের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনা’র কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে। মুসলমানদের সামাজিক, ধর্মীয় ও নাগরিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদেরকে কমিউনিটির সেবায় নিয়োজিত হওয়ার যোগ্য করে তোলার লক্ষ্যে সুসংগঠিত করতে সদা সচেষ্ট মুনা। মুনা মুসলমানদেরকে তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম চর্চার আহবান জানানোর সাথে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছাতে চেষ্টা করে। এছাড়া আমেরিকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সাথে মুনা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িত।
নিবন্ধন ও যোগাযোগ
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা’র ৮, ৯ ও ১০ আগস্ট-২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য কনভেনশনে যারা যোগদান করতে বা কনভেনশন সম্পর্কে জানতে আগ্রহী তারা সরাসরি ১০৩৩, গ্লেনমোর এভিনিউ, ব্রুকলীন, নিউইয়র্ক ১১২০৮ ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা লগইন করুন: www.munaconvention.com
মমিনুল ইসলাম মজুমদার
বার্তা প্রেরক
আপনার মূল্যবান মতামত দিন: