মুনা কনভেনশন ২০২৫ সফল করার আহ্বান

ইমাম ও কমিউনিটি লিডারদের সম্মানে মতবিনিময় সভা ও ডিনার আয়োজন করলো মুনা নিউ ইয়র্ক সাউথ জোন

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩১ জুলাই ২০২৫ ১৭:৩৮

মতবিনিময় সভা ও ডিনারের সম্মানিত প্রধান অতিথি। ছবি : মুনা মতবিনিময় সভা ও ডিনারের সম্মানিত প্রধান অতিথি। ছবি : মুনা

মুনা কনভেনশন ২০২৫ এর সাফল্য কামনায় মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউ ইয়র্ক সাউথ জোনের উদ্যোগে ইমাম ও কমিউনিটি লিডারদের সম্মানে আয়োজন করা হয় মতবিনিময় সভা ও ডিনার অনুষ্ঠান। ২৯ জুলাই, মঙ্গলবার ব্রুকলীন এর বায়তুল মামুর ইসলামিক সেন্টার মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয় সন্ধ‍্যা ৮ টা থেকে রাত ১১টা পর্যন্ত।

মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মুনা'র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে স্পেশাল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুনা'র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হারুন অর রশিদ। মুনা কনভেনশন ২০২৫-এর জন‍্য উপস্থিত অতিথিগণকে আমন্ত্রণ ও সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে আলোচনা করেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ।

সম্মানিত উপস্থিতি

বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন মুনা ন‍্যাশনাল অ্যাসিস্ট‍্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও ইসলামিক স্কুল 'কাফিজ' -এর অধ্যক্ষ শায়খ আহমেদ আবু উবায়দা, ন‍্যাশনাল অ্যাসিস্ট‍্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও উলামা কাউন্সিল এর চেয়ারম‍্যান প্রফেসর ড. রুহুল আমীন, ন‍্যাশনাল অ্যাসিস্ট‍্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, ন‍্যাশনাল সোশ্যাল সার্ভিস ডিরেক্টর মাওলানা সাফায়াত হোসাইন সাফা, মুনা সোশ্যাল সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. জাহাঙ্গীর কবির।

দ্বীন প্রচারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মতবিনিময় সভার প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসাইন বলেন, ঐক্য ছাড়া দ্বীনের বিজয় অর্জন করা সম্ভব নয়। আর আল্লাহ প্রদ্ত্ত দ্বীনের প্রচার সম্মানিত নবী ও রাসুলগণের কাজ। আমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্রত নিয়ে মুনা তার দায়িত্ব পালন করে যাচ্ছে।

ইমাম দেলোয়ার হোসাইন বলেন, গোটা মুসলিমরা আজ নির্যাতনের শিকার। আজকে বিনা অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমাদের পরিবারগুলো ভেঙ্গে যাচ্ছে। পরবর্তী প্রজম্মের জন্য অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। তিনি রাসুল সাঃ আদর্শ অনুসরণ করে দ্বীনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অতিথি ও আলোচকবৃন্দ

হারুন উর রশিদ বলেন, রাসুল সাঃ যে দাওয়াতি কাজ করেছেন মুনাও সে কাজ করছে। আলেমরা নবী রাসুলদের প্রতিনিধি।তাই আমাদের ইসলাম প্রচারের কাজ করতে হবে। কখনো একটি ইসলামী সংগঠন অন্যকোন আরেকটি সংগঠনের প্রতিদ্বন্দ্বী নয়, বরং তারা একে অপরের সহযোগী।

ড. রুহুল আমিন বলেন, মুনা কনভেনশন মুসলমানদের একটি বিরাট সম্মেলন। এখান থেকে আমরা আমাদের সন্তানদের শিষ্টাচারের দীক্ষা দিতে চাই।

মুনা নিউইয়র্ক সাউথ জোন সেক্রেটারি এ কে এম সাইফুল আলম এর পরিচালনার মত বিনিময় সভাটি শুরু হয় মাওলানা নায়েব আলীর কণ্ঠে মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আগত অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দেন মুনা সাউথ জোনের এডুকেশন ডিরেক্টর মুহাম্মাদ বেলাল উদ্দিন (ভিপি) ও জনাব ফজলে রাব্বি।

ইমাম ও উলামায়ে কিরাম

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ইমামগণের মধ‍্যে মতামত জানিয়ে বক্তব‍্য রাখেন বাইতুশ শরফ মসজিদের ইমাম জাকারিয়া মহিউদ্দিন, ইমাম আব্দুল হামিদ, আলীমুল ইসলাম, হাফিজ ড. মোহাম্মদ মিতাউহ, শায়খ মোহাম্মদ জাসমিন, মাওলানা জাকারিয়া মাহমুদ, উডহেভেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোস্তফা হোসাইন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা নূর উদ্দিন, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা নঈম উদ্দিন, মাওলানা আব্দুর রশিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান মুয়াজ্জিন হাফেজ মাওলানা ক্বারী কাজী মাসুদুর রহমান।

কমিউনিটি নেতৃবৃন্দ

কমিউনিটি নেতৃবৃন্দের মধ‍্য হতে বক্তব্য রাখেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ'র প্রেসিডেন্ট বদরুল হোসাইন খাঁন, বিএনএস হেলথ এর ডিরেক্টর ছালেহ আহমদ, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল আলীম জিহাদী, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএস'র সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন সবুজ এবং ড. জাহাঙ্গীর কবির।

বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ'র ট্রাস্টি বোর্ড সদস‍্য আবু নাসের, মোতাহের হোসাইন, বায়তুশ শরফ জামে মসজিদ কমিটির সেক্রেটারি গোলাম হোসেন, বিশিষ্ট আইনজীবী আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট চিকিৎসক ড. খলীল কবীর, বিয়ানীবাজার সমিতির সাধারণ সম্পাদক বাবর উদ্দিন, রেজাউল আলম অপু, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম মামুন, ট‍্যাক্স রিটার্নিং অফিসার কুদরতে এলাহী, ইঞ্জিনিয়ার শাকের আব্দুল্লাহ মোর্শেদ প্রমুখ।

মতবিনিময় সভা ও ডিনার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মুনা ব্রুকলিন ইস্ট চ‍্যাপ্টার সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ সিরাজী, সিটি লাইন চ‍্যাপ্টার সভাপতি মাওলানা রুহুল আম্বীয়া সুমন এবং ওজন পার্ক চ‍্যাপ্টার সভাপতি আব্দুল জাব্বার। অনুষ্ঠানের ডেকোরেশন, সাউন্ড সিস্টেমস, ডিনার পরিবেশনসহ সার্বিক ব‍্যবস্থাপনায় ছিলেন সংশ্লিষ্ট চ‍্যাপ্টার সদস্যবৃন্দ।

 

 

সালাহ উদ্দিন মোহাম্মদ রাসেল, এইচ এম আকতার
নিউ ইয়র্ক থেকে



আপনার মূল্যবান মতামত দিন: