মুনা ওয়েস্ট জোনের লিডারশিপ অ্যান্ড স্পিকার ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩ আগস্ট ২০২৫ ১৫:৫৬

বক্তৃতা রাখছেন সম্মানিত প্রধান অতিথি। ছবি : মুনা বক্তৃতা রাখছেন সম্মানিত প্রধান অতিথি। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ওয়েস্ট জোনের উদ্যোগে ক্যালিফোর্নিয়া মুনা সেন্টারে (CMC) অনুষ্ঠিত হলো “লিডারশিপ অ্যান্ড স্পিকার ডেভেলপমেন্ট প্রোগ্রাম”। ২৮ জুলাই, সোমবার অনুষ্ঠিত এই ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিলো ভবিষ্যৎ নেতৃত্ব এবং ইসলামিক জ্ঞানে দক্ষতাসম্পন্ন বক্তা তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা'র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ড. সাইদুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বৈশ্বিক বিশেষ করে আমেরিকার প্রেক্ষাপটে ইসলামী নেতৃত্ব ও বুদ্ধিদীপ্ত বক্তৃতার প্রয়োজনীয়তা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।” তিনি ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিক, দায়িত্বশীল ও সাহসী নেতৃত্ব হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথিদ্বয়ের আলোচনা

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনা'র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী ও হাফেজ আব্দুল্লাহ আল আরিফ। তাঁরা নেতৃত্ব বিকাশের কৌশল, কমিউনিকেশন স্কিল এবং মুসলিম কমিউনিটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।

উপস্থিত ডেলিগেট বৃন্দ

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, ইমাম, যুব সংগঠক এবং সমাজকর্মীরা। অনুষ্ঠানে ছিলো প্রশ্নোত্তর, মতবিনিময় এবং ইন্টার‍্যাকটিভ আলোচনার কয়েকটি সেশন।

মুনা ওয়েস্ট জোনের এই আয়োজন প্রমাণ করে যে, সংগঠনটি আমেরিকার মুসলিম কমিউনিটির মাঝে দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

 

 

সূত্র : সামাজিক মাধ্যম



আপনার মূল্যবান মতামত দিন: