
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) আয়োজিত মুনা কনভেনশন ২০২৫-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা, যা পরিবেশিত হবে ৯ আগস্ট, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে, পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারের মেইন হলে।
আশা করা হচ্ছে, “Torchbearers of Islam: Spreading the Faith Globally” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনভেনশনের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশ নিবেন বিশ্ববিখ্যাত কৌতুকশিল্পী ওমর রেগান। বিনোদন পর্বে আরও অংশ নিচ্ছেন জনপ্রিয় আন্তর্জাতিক ইসলামিক নাশিদ শিল্পী আনিসুর রহমান গাজী, আতাউল ওসমানী এবং ইকবাল এইচজে।
এছাড়াও মঞ্চ মাতাবে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক গোষ্ঠীসমূহ, যাদের মধ্যে রয়েছে- Ummah Cultural Group, Ummah Children Group, Kandari Cultural Group (California), Renesa Cultural Group, Atlantic Cultural Group (New Jersey) এবং Niagara Cultural Group (Buffalo), যারা পরিবেশন করবে ইসলামিক সংগীত, কবিতা ও শিক্ষামূলক নাট্যাংশ। বিশেষ করে ওমর রেগানের অনবদ্য হাস্যরসাত্মক উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠবে মঞ্চ, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের দর্শকেরা পাবেন নির্মল আনন্দ।
সাংস্কৃতিক সন্ধ্যার সার্বিক নির্দেশনায় থাকবেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ডিরেক্টর আনিসুর রহমান গাজী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাংস্কৃতিক আয়োজনের এই বিশেষ রাতটি শুধু বিনোদনের জন্যই নয়, বরং মুসলিম যুবসমাজ ও পরিবারের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি অপূর্ব প্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ আগস্ট, ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে। উত্তর আমেরিকার অন্যতম এই বৃহৎ ইসলামিক সমাবেশে অংশ নেবেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও বক্তাগণ।
আপনার মূল্যবান মতামত দিন: