মুনা কনভেনশন ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় আল্লাহর শুকরিয়া এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

মুনা সাংগঠনিক ডেস্ক | ১২ আগস্ট ২০২৫ ১২:৫৮

মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর। ছবি : মুনা মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডিরেক্টর। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)-এর বার্ষিক কনভেনশন ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের নেতৃবৃন্দ সর্বপ্রথম সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং কনভেনশনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে মুনার ন‍্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর ও মুনা কনভেনশন ২০২৫-এর চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ বলেন, “ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার একান্ত রহমতেই এতবড় একটি কনভেনশন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই জন্য আমরা মহামহিম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

নেতৃবৃন্দ কনভেনশনের সফল আয়োজন ও এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছেন- সকল অতিথি, স্পিকার, সাংবাদিক, মুনার সকল পর্যায়ের দায়িত্বশীল ও দায়িত্বশীলা, বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও দাতা, ভেন্ডার এবং সকল অংশগ্রহণকারী ও সমর্থকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই কনভেনশনের থিম “Torchbearers of Islam, Spreading the faith globally” অনুযায়ী সকল ভাই ও বোন নিজেদেরকে একেকজন ইসলামের পতাকাবাহী হিসেবে তৈরি করবেন এবং এর মাধ্যমে মুসলিম কমিউনিটির ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নের অঙ্গীকার আরও শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

 


আনিসুর রহমান গাজী
মুনা ন‍্যাশনাল মিডিয়া ডাইরেক্টর
প্রেস বিজ্ঞপ্তি প্রেরক



আপনার মূল্যবান মতামত দিন: