আপস্টেট নিউ ইয়র্কে মুনা চিক্টোয়াগা চ্যাপ্টারের উদ্যোগে আনন্দময় পিকনিক অনুষ্ঠিত

মুনা নিউজ ডেস্ক | ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭

ছবি : গ্রাফিক্স ছবি : গ্রাফিক্স

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) আপষ্টেট নিউ ইয়র্ক জোনের আওতায় চিক্তোয়াগা চ্যাপ্টারের উদ্যোগে গত ৩১ জুলাই স্টিগলমায়ার পার্কে এক আনন্দময় পিকনিক অনুষ্ঠিত হয়। এ পিকনিকে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা আপষ্টেট নিউ ইয়র্ক জোনের সেক্রেটারি জনাব শামসুল আরেফিন হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ডাউনটাউন চ্যাপ্টার প্রেসিডেন্ট জনাব মোহাম্মাদ আব্দুস শহীদ, কানেক্টিকাট চ্যাপ্টার প্রেসিডেন্ট জনাব মজির উদ্দিন, এবং মুনা ইষ্ট জোনের দাওয়াহ সেক্রেটারি জনাব ফয়সাল আহম্মেদ চৌধুরি। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পিকনিকের মূল আকর্ষণ ছিল শিশুদের হামদ-নাত, কোরআন তেলাওয়াত এবং দৌড় প্রতিযোগিতা। এ ছাড়াও, বয়স্কদের জন্য ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।

বিকালে অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষভাবে, সকল শিশুদের জন্য সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়, যা তাদের উৎসাহিত ও আনন্দিত করে তোলে।

দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন খেলাধুলা, আনন্দ-উৎসব এবং সুস্বাদু খাবারের পরিবেশনা ছিল একেবারে উপভোগ্য। শিশুদের সঙ্গে অভিভাবকরাও সমানভাবে আনন্দ উপভোগ করেছেন।

অনুষ্ঠান শেষে সকলেই একসঙ্গে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সামাজিক এবং ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধকরণকারী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। মুনা আশা করছে, এমন উদ্যোগ ভবিষ্যতেও তাদের কমিউনিটির ঐক্য ও শিশু শিক্ষা উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা পালন করবে।



আপনার মূল্যবান মতামত দিন: