মুনার পক্ষ থেকে ফ্রি কুরআন বিতরনী কার্যক্রম
                                    
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)‘র পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ভ্যালি ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের উদ্যোগে ফ্রি কুরআন বিতরনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রমটি গত ২৩ জুন ২০২৩, শুক্রবার ভেন্ নাইস ইমাম বুখারী মসজিদে অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে ফ্রি কোরআন বিতরণীর পাশাপাশি মুনার পরিচিতিসহ আরো দাওয়াতি সামগ্রী বিলি করা করা হয়। এ সময় বাংলা,ইংরেজি, এবং স্পেনিশ ভাষার ১০০রও বেশি কোরআন বিতরণ করা হয় এবং কোরআনের হাদিয়া স্বরূপ ২৭৬ ডলার সংগ্রহ করা হয়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন ভ্যালি ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের সভাপতি ওয়াজেদ হাসান জাবেদ, সেক্রেটারি মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক রাসেদ হাসানসহ অন্যান্য নেতৃত্ব ও জনবল।
ভ্যালি ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের উদ্যোগে ফ্রি কুরআন বিতরনী কার্যক্রমে স্থানীয় সকল দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

            
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
                                                        
আপনার মূল্যবান মতামত দিন: