মুনা সোশ্যাল সার্ভিসেস-এর স্বেচ্ছাসেবকদের সম্মানে অনুষ্ঠান

মুনা সাংগঠনিক ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র অঙ্গসংগঠন মুনা সোশ্যাল সার্ভিসেস এর উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর এক অনাড়ম্বর আয়োজনে সম্মান জানানো হলো তাদের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের, যারা নিরলসভাবে কমিউনিটির সেবায় কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে মুনা’র স্থানীয় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকদের হাতে তাদের নিঃস্বার্থ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেন।

মুনা সোশ্যাল সার্ভিসেস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, সাফায়েত হোসেইন সাফা, অনুষ্ঠানে বলেন, “আমাদের স্বেচ্ছাসেবকগণ মুনা সোশ্যাল সার্ভিসেস-এর হার্টবিট। তারা না থাকলে আমরা যে কার্যক্রমগুলো সফলভাবে চালিয়ে যাচ্ছি, তা সম্ভব হতো না।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুনা’র ন্যাশনাল অ্যসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ এবং মুনা'র ন্যাশনাল প্রেসিডেন্ট, ইমাম দেলোয়ার হোসাইন। তারা যুব সমাজকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

উপস্থিতবৃন্দের অনুপ্রেরণামূলক বক্তব্য শেষে ভোজনের আয়োজন করে নারিশ এমারজেন্সি ফুড এ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: