মুনা ওয়েস্ট জোনের আয়োজনে ইকনা’র সীরাহ কনফারেন্সের বাংলা সেশন অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪

সীরাহ কনফারেন্সের বাংলা সেশনের আলোচক আহমদ আবু ওবায়দা। সীরাহ কনফারেন্সের বাংলা সেশনের আলোচক আহমদ আবু ওবায়দা।

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ওয়েস্ট জোন গত ২১ সেপ্টেম্বর ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা – ইকনা‘র ইনল্যান্ড এম্পায়ার শাখা (আইএসসিএন-করোনা) সীরাহ কনফারেন্সের একটি বিশেষ বাংলা সেশনের আয়োজন করে।

সীরাহ কনফারেন্সের এই বাংলা পর্বে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু ওবায়দা এবং হাফেজ আব্দুল্লাহ আল আরিফ।

ছবি : ফেসবুক থেকে সংগৃহীত।

উল্লেখ্য, বাংলাভাষী দর্শকদের সরাসরি সম্পৃক্ত করতে এই বিশেষ সেশনটি আয়োজন করা হয়।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: